সাজেশন

এইচএসসি ২০২৩ – সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ১

অধ্যায় ১

৬১. বাংলাদেশে দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলছে। এ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য কোনটি প্রয়োজন?

ক. মনিটরিং সেল ওপেন করা

খ. মনিটরিং সেল ক্লোজ করা

গ. ইভল্যুশন সেল ওপেন করা

ঘ. ইভল্যুশন সেল ক্লোজ করা

৬২. বাংলাদেশে ধনী ক্রমান্বয়ে ধনী হচ্ছে কেন?

ক. ত্রুটিপূর্ণ আইন প্রচলিত থাকায়

খ. ত্রুটিপূর্ণ বণ্টন ব্যবস্থা প্রচলিত থাকায়

গ. ত্রুটিপূর্ণ কুসংস্কার বলবৎ থাকায়

ঘ. প্রাকৃতিক সম্পদ বেশি নেই বলে

৬৩. বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে সমাজকর্মীদের ভূমিকাকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৬৪. X দেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বহুমুখী সমস্যা বিরাজমান। X দেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন—

i. জনসংখ্যা নিয়ন্ত্রণ

ii. কৃষি উন্নয়ন

iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আট বছরের আসিফের মতো অসংখ্য আসিফ সারা দিন বিভিন্ন শ্রমে নিয়োজিত থাকায় বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। পাশাপাশি সুনির্দিষ্ট বাসগৃহ না থাকায় রাস্তার পাশে কিংবা ফুটপাতে খেয়ে না খেয়ে জীবন চালিয়ে যাচ্ছে। এমন চিত্র প্রায়ই দেখা যায়।

৬৫. উদ্দীপকের অসংখ্য আসিফ কোনটি থেকে বঞ্চিত?

ক. বাসস্থান

খ. বাসগৃহ

গ. শিক্ষা

ঘ. মৌল মানবিক চাহিদা

৬৬. আসিফদের অবস্থা পরিবর্তনের জন্য সরকারের করণীয় কী হতে পারে?

ক. মৌল মানবিক চাহিদা পূরণ নিশ্চিত করা

খ. জনগণকে সচেতন করে তোলা

গ. সবাইকে বিদ্যালয়মুখী করা

ঘ. শিশুশ্রম রোধ করা

৬৭. পুষ্টিহীনতার কারণে দেখা দেয়—

i. চর্মরোগ

ii. রিকেট

iii. রক্তশূন্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়?

ক. মৌলিক চাহিদাকে

খ. মানবিক চাহিদাকে

গ. জৈবিক চাহিদাকে

ঘ. ঘুমের চাহিদাকে

৬৯. গলগণ্ড রোগ হয় কিসের অভাবে?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি ঘ. আয়োডিন

৭০. বাংলাদেশের বুকে কী চেপে বসেছে?

ক. সামাজিক বিশৃঙ্খলা

খ. রাজনৈতিক অস্থিরতা

গ. দারিদ্র্যের দুষ্টচক্র

ঘ. দুর্নীতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.ক ৬২.খ ৬৩.ক ৬৪.ঘ ৬৫.ঘ ৬৬.ক ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ঘ ৭০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

সূত্র : প্রথমআলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *