আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি

আমেরিকাতে নিষিদ্ধ পাঁচ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান

 

জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ে, জেডটিইসহ চীনের পাঁচ কোম্পানির প্রযুক্তি যোগাযোগ সরঞ্জাম বিক্রি এবং আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্য তিন কোম্পানি হলো দাহুয়া, হাকভিশন ও হাইটেরা।

পাঁচ সদস্যবিশিষ্ট মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) শুক্রবার (২৫ নভেম্বর) জানায়, তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এফসিসি কমিশনার ব্রেন্ডন কার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতৃত্বে ‘ব্যাপকভিত্তিক, উভয় দলের সমর্থিত।’

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার কারণে এমন পদক্ষেপ নিয়েছে তারা। তবে চীনের হাকভিশন কোম্পানি দাবি করছে, তাদের প্রযুক্তি পণ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনও হুমকির উপস্থিতি নেই। এসব কোম্পানির ডিভাইসে ভিডিও নজরদারি সরঞ্জাম এবং রেডিও সিস্টেম রয়েছে।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে হুয়াওয়ে, জেটিই, দাহুয়া, হাকভিশন ও হাইটেরার কোম্পানি।

হুয়াওয়ে ও চীন সরকার দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করে আসছিলো। তারা চীনা প্রযুক্তির বিরুদ্ধে মার্কিন অবরোধের নিন্দাও করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *