বিনোদন

আবারও কি ঘর ভাঙছে মিথিলার

টুইটারে জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেন পরিচালক সৃজিত মুখার্জী। সঙ্গে পোস্ট করেন একটি ছবি। সৈকতে ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি।

সৃজিতের ছবির ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

অর্থ দেখেই বোঝা যাচ্ছে, এই গান বিচ্ছেদের, এই গান দুঃখের।

প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

আর এদুটি পোস্ট থেকেই ভক্ত -অনুসারীদের মধ্য দানা বাঁধতে শুরু করে হয়তো আবারও ভাঙতে চলেছে সৃজিত-মিথিলার সংসার। নেটিজেনদের মধ্যে চলছে নানা বিচার বিশ্লেষন। অনেকের আশংকা হয়তো আবারও ভাঙতে চলেছে মিথিলার সংসার।

উল্লেখ্য, বাংলাদেশী গায়ক তাহসানের সাথে ছাড়াছাড়ির পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। এছাড়াও কলকাতার এক পরিচালকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়ায়, সেই গুঞ্জন নাকচ করে দেন ওই পরিচালকই। যদিও মিথিলা এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *