ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রে খলঅভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছন তিনি। ভিলেনের চরিত্রে অভিনয় করে কাঁপিয়েছেন বড় পর্দা। এবার কলকাতায় মাতাতে যাচ্ছেন এই অভিনেতা।
আগামী ২৩ ডিসেম্বর কলকাতার মুর্শিদাবাদে যাচ্ছেন ডিপজল। সেখানকার জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয়ে আয়োজিত হবে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠানটি। আর সেই অনুষ্ঠানেই অংশ নিতে কলকাতায় উড়াল দিবেন তিনি।
দাঁইড়পাড়া গোল্ডেন সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে কলকাতা থেকে পারফর্ম করবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস, দোস্তজী প্রমুখ।
২৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠান। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০, ৫০০ ও ২০০ রুপি।