খেলাধুলা

হঠ্যাৎই ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন গ্যারেথ বেল

অখ্যাত ওয়েলসকে নিয়ে মাথা ঘামানোর তেমন কিছুই নেই। এমনকি ফুটবলের জগতেও খুব একটা চেনা দেশ নয় ওয়েলস। সেই দেশ থেকে উঠে আসা এক ফুটবলার যখন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বনে গেলেন, তখনই প্রথম নজরে আসে ওয়েলস।

এরপর ফুটবলে দেশটি ৬৪ বছরের আক্ষেপ ফুরালো। পাঁচ যুগ পেরিয়ে যাওয়ার পর তারা পেল বিশ্বমঞ্চে খেলার সুযোগ। আর সেই সুযোগ এনে দেওয়ার নেপথ্যের নায়ক অধিনায়ক বেল।

কিন্তু হঠ্যাৎই সব ধরনের ফুটবল থেকে অবসরেক ঘোষণা দিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়ে ৩৩ বছর বয়সী বেল লেখেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলে আমার যাত্রা জীবনটাকেই বদলে ফেলেনি, আমি মানুষ হিসাবেও অনেকটা বদলেছি।’

তিনি আরও লিখেছেন, যে খেলাটাকে ভালবাসি, সেই খেলায় নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আমি আপ্লুত। জীবনে সেরা মুহূর্তগুলো ফুটবল থেকেই পেয়েছি। ১৭টা মৌসুম জুড়ে যে ভালবাসা পেয়েছি তা করে দেখানো সহজ নয়। জানি না জীবনের পরবর্তী অধ্যায়ে কী অপেক্ষা করে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *