তিন বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন চমক ‘পাঠান’। এতে কিং খানের সঙ্গী হয়েছেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সিনেমাটির ‘বেশরম রং’ শিরোনামের গানটি প্রকাশ্যে এসেছে। এতেই বিপত্তি, গানটি ঘিরে বিতর্ক থামছেই না। বিশেষ করে দীপিকার পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে। এবার এর প্রতিবাদে নেমেছেন অযোধ্যার সাধুরা।
সাধু পরমহংস আচার্য বলেন—‘তারা আমাদের গেরুয়া রংয়ের অপমান করেছে। সুতরাং এই সিনেমা বয়কট করা উচিত। শাহরুখ খান নবীর বিরুদ্ধে কোনো ওয়েব সিরিজ নির্মাণ করেনি। সে সনাতন ধর্মকে অপমান করেছে। সনাতন ধর্মকে অপমান করে তারা অর্থ উপার্জনের উপায় বের করেছে। সনাতন ধর্মের অবমাননা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি শাহরুখ খানকে সামনে পেলে জীবন্ত পুড়িয়ে মারব।’
উল্লেখ্য,আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে, সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।