আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ণাঢ্য এক বিজয় র্যালি বের করা হবে।মহান বিজয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ বিজয় র্যালী পালিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ বিজয় র্যালির নেতৃত্ব দেবেন।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়,
এই বিজয় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নিবেন।
এছাড়া, র্যালি শেষে স্বাধীনতা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশিত হবে।