বেসরকারি বিশ্ববিদ্যালয়

৯ ফেব্রুয়ারি ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন

আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর রাষ্ট্রপতি মো আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ভারতের হিমাচল প্রদেশের শালিনী বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফসর অতুল খাসাই।

অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখবেন ড্যাফাডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এবারের সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন গ্র্যাজুয়টকে ডিগ্রী প্রদান করা হবে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়টকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করা হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *