কলেজ বার্তা

৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় এই বিদ্যাপিঠে শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. শিরিণ আখতার। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, প্রাক্তন ছাত্র এবং সরকারের অতিরিক্ত সচিব মকবুল মোরশেদ বক্তব্য দেন।

কক্সবাজার শহরে প্রবেশের মুখে লিংক রোড এলাকায় ১৮ দশমিক ৯২ একর জমিতে প্রতিষ্ঠিত হয় কলেজটি। ১৯৬৬ সালে কলেজে ডিগ্রি পর্যায়ে কলা ও বাণিজ্য এবং ১৯৭০ সালে বিজ্ঞান চালু হয়। ১৯৯৭ সালে চালু হয় বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও গণিত—এই ১৩টি বিষয়ে স্নাতক ও ছয়টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *