সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

আজ মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ১ম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা দুইদিন হবে। প্রতিদিন দুই শিফট করে মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ক্যাম্পাসের বাহিরে পরীক্ষার কোনো কেন্দ্র রাখা হয়নি।

চবিতে ‘এ’ ইউনিটে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই বিভাগে মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৪ হাজার ৬ শত ৫৯ জন। দুই দিনে মোট চারটি শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে পরীক্ষার্থী ১৮ হাজার ৬শত ৬৪ জন।

১ম শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে সকাল ৯টা ৪৫ মিনিটে। OMR ফরম বিতরণ করা হবে সকাল ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১১টায়। পরীক্ষা সমাপ্ত হবে দুপুর ১২ টায়।

২য় শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে বেলা ২টা ১৫মিনিটে।  OMR ফরম বিতরণ করবে বেলা ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা সমাপ্ত হবে বেলা ৪টা ৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *