আন্তর্জাতিক

৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ উ. কোরিয়ার প্রেসিডেন্ট

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ৩৫ দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সনিউজ সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোরিয়ান পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে রাজধানী পিয়ংইংয়ে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর প্যারেড। যেখানে নিজেদের শক্তি সামর্থ্য প্রদর্শন করবে তারা। এমন গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের সময়ই প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রেসিডেন্ট কিম জং উনকে।

প্রশ্ন উঠছে কোথায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে হয়ত এখন আড়ালে চলে গেছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত নয়।

গত ৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নীতি নির্ধারণী কমিটি পলিটব্যুরোর বৈঠকেও উপস্থিত ছিলেন না কিম জং উন। ওই বৈঠকে কৃষি সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কিম এ নিয়ে মাত্র তৃতীয়বার পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন।

এদিকে এর আগে ২০১৪ সালে একবার টানা ৪০ দিন জনসম্মুখে আসেননি কিম। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেবারই সবচেয়ে বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি তাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *