বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

৩৫৫ দিন ছুটি কাটানো শিক্ষিকার বিরুদ্ধ তদন্ত শুরু করছে ঢাবি।

বিনা ছুটিতে ৩৫৫ দিন ছুটি কাটানো সেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ঢাবি। কিছুদিন আগে ঢাবির ব্যবসায় প্রশাসনের ইন্সটিটিউটের (আইবিএ) সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিনা ছুটিতে বিদেশে অবস্থানে অভিযোগ ওঠলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দেয়।  কিন্তুু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগ পত্র গ্রহণ না করে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সর্বশেষ সভায় তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়৷ ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সামাদ ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, আজ বিকেল সাড়ে তিনটায় কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে আপাতত কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কমিটির সদস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সামাদ ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। এদিকে কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *