বিশ্ব বিদ্যালয় সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

২১ দিনের ছুটি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পবিত্র ইদ-উল-ফিতর, শব-ই-কদর ও মে দিবস উপলক্ষ্যে ২১ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মাঝের শুক্র-শনি ছুটিসহ আগামী ১৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম। তবে খোলা থাকবে ১৭টি আবাসিক হল

রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহান।

অধ্যাপক সৈয়দা নুসরাত জাহান বলেন, প্রাধ্যক্ষ পরিষদের সভায় ছুটিতে হল খোলা রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বছর ইদ-উল-আযহায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল খোলা ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার পবিত্র ইদ-উল-ফিতর-এর ছুটিতেও বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বছর ধরে ইদের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হতো। তবে গত বছর পবিত্র ইদ-উল-আযহায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনেই বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আছে। এমন সময়ে বাসায় গেলে প্রস্তুতি বিঘ্ন ঘটতে পারে। এদের মধ্যে কিছু শিক্ষার্থী পারিবারিক নানা কারণেও ইদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *