বিজ্ঞান ও প্রযুক্তি

হঠাৎ ডাউনের পর পুনরায় সচল ইউটিউব

সাময়িক বিভ্রাটের পর সচল হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। বুধবার এই প্ল্যাটফর্ম কিছু সময় অচল থাকার পর সচল হয়েছে বলে জানিয়েছে ইউটিউবের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন।

তবে বিভ্রাটের ফলে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তা প্রকাশ করেনি ইউটিউব। ইউটিউব জানায়, হোমপেইজে প্রয়োজনীয় সব ভিডিও নিয়ে ফিরে এসেছে।

এদিকে ডাউন ডিটেক্টর জানিয়েছে, বিভ্রাটের সময়ে ৬০ হাজারেরও বেশি ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছে। এ সময়ে ৪৪ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটের সমস্যা, ৪৩ শতাংশ অ্যাপের সমস্যা এবং ১৩ শতাংশ ব্যবহারকারী ভিডিও অ্যাক্সেসের সমস্যার কথা জানিয়েছেন। ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনটিতে সমস্যার ইঙ্গিত দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। তবে রিপোর্টের সংখ্যা এখন ৭০০-তে নেমে এসেছে।

ডাউন ডিটেক্টর তার প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জমা দেওয়া ত্রুটিসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া স্ট্যাটাস একত্র করে বিভ্রাটকে ট্র্যাক করে।

এটি একটি আংশিক বিভ্রাট বলে মনে হয়, যার অর্থ ওয়েবসাইটটি পুরোপুরি ডাউন না হলেও নির্দিষ্ট ফিচারগুলো সবার জন্য কাজ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *