বিদেশ শিক্ষা স্কলারশিপ

স্কলারশিপ নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের  স্কলারশিপের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জজ বিজনেস স্কুল। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৩।

কেমব্রিজ জজ বিজনেস স্কুল (জেবিএস) ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। জেবিএস নিম্নলিখিত একাডেমিক প্রোগ্রাম অফার করে থাকেঃ
• এমবিএ।
• অ্যাকাউন্টিং, ফিন্যান্স, উদ্যোক্তা, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম।
• পিএইচডি এবং রিসার্চ মাস্টার্স প্রোগ্রাম।
• স্নাতক প্রোগ্রাম ।
• নির্বাহী শিক্ষা কার্যক্রম।

যোগ্যতাসমূহঃ 
• যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে।
• কেমব্রিজের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে।
• স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
• জিম্যাট স্কোর প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• সিভি
• ছবি
• জিম্যাট স্কোরের সনদ
• রেফারেন্স লেটার
নথিপত্রের একটি অনুলিপি [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://boustany-foundation.org/scholarship-programmes/mba-cambridge/

সুযোগ-সুবিধাসমূহ:
• ৭৫% টিউশন ফি মওকুফ করবে।
• বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা।
• বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
• ভ্রমণ খরচ প্রদান করা হবে।

ইউনিভার্সিটি অফ কেমব্রিজ হল যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি কলেজিয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়। যেটি ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। কেমব্রিজ ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *