খেলাধুলা সর্বশেষ

সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন – জার্মানী মুখোমুখি আজ

উড়ন্ত স্পেনের সামনে জং ধরা জার্মান যন্ত্র। কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ এক লড়াই মাঠে গড়াচ্ছে আজ (রোববার)। মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর জার্মানি। দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ‘ই’ গ্রুপের ম্যাচটি।

দল দুটির আরেকটি লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।

* এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে স্পেন, ২০১০ আসরে। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চার বার, সবশেষ ২০১৪ সালে।

* দুই দলের সবশেষ সাক্ষাতে ২০২০ সালে উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারায় স্পেন।

* এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ফেলবে স্পেন। সেক্ষেত্রে জাপান যদি কোস্টা রিকার বিপক্ষে ড্রও করতে পারে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে হান্স ফ্লিকের দল।

* ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানি। ৮০ বছরের মধ্যে তা ছিল দেশটির বিশ্ব সেরার মঞ্চ থেকে দ্রুততম বিদায়।

* এখন পর্যন্ত ২৫ বার একে অন্যের বিপক্ষে খেলেছে দল দুটি। জার্মানির জয় ৯টি, স্পেনের ৮টি এবং ড্র হয়েছে বাকি ৮টি ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *