চাকরি সর্বশেষ

সরকারি চাকরির প্রবেশসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিনদফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এসময় নীলক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ এসে আন্দোলনকারীদের উঠিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় তাদের পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান, করোনা মহামারির সময়ে প্রায় সব প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকা সত্ত্বেও করোনা মহামারির কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা আরও ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু  বাংলাদেশ জাতীয় সংসদে এখন পর্যন্ত ৭১ বার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি উত্থাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ করলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।

তাই চাকরি প্রার্থীদের দাবি অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধির দাবি জানিয়েছে তারা। ওই সময় তারা সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *