কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ব বিদ্যালয়

শেকৃবিতে পালিত হলো ‘কৃষিবিদ উৎসব’

১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস। ১৯৭৩ সালের এই দিনে কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রবেশে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি স্মরণীয় করে রাখতে ২০১০ সাল থেকে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবিস হিসেবে পালন করছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনসহ সারাদেশের কৃষিবিদ, কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়।

কিন্তু এবারের দিবসের কর্মসূচি নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সমালোচনার সৃষ্টি হয়েছে। দেশের সর্বপ্রাচীন কৃষিপ্রতিষ্ঠান শেকৃবিতেই ছিল না কৃষিবিদ দিবসের আমেজ। দিবস উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর আনন্দ র্যালির কথা থাকলেও মাত্র ৫০-৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে র্যালি বের হয়, যেখানে শিক্ষার্থী ছিলেন মাত্র পাঁচ-ছয়জন। অথচ অনুষ্ঠান চলাকালীন ক্লাস ছিল, ছিল পরীক্ষাও। এমনকি অংশ নেননি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *