বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে ইফতার প্যাকেজের ব্যবস্থা করলো জবি

পবিত্র মাহে রমজান মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় থাকছে ইফতারের ব্যবস্থা। ৫০ টাকার ইফতার প্যাকেজে মিলবে ৮টি পদ।  গত বছর সেহরি খাওয়ার ব্যবস্থা থাকলেও এবার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, ৫০ টাকা মূল্যের ইফতার প্যাকেজে থাকবে মোট আটটি ভিন্ন ভিন্ন পদ। এর মধ্যে এক প্যাকেট মুড়ি, এক বাটি ছোলা, একটি আলুর চপ, একটি বেগুনি, একটি পিঁয়াজু, দু’টি খেজুর ও এক গ্লাস শরবত। পাশাপাশি প্রতিদিন ভিন্ন ধরনের ফল থাকবে একটি।

ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ বলেন, প্রথম রোজা থেকে ইফতারের ব্যবস্থা থাকবে৷ শিক্ষার্থীদের সুবিধার্থে এ আয়োজন। এটি থাকবে মাসব্যাপী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ইফতারের আয়োজনে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দামের দিক থেকে সাশ্রয় হওয়ার পাশাপাশি একসাথে বসে ইফতার করার সুযোগে খুশি তারা৷ তবে গত বছরের মত এবছরও সেহরির ব্যবস্থা চান শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *