বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি: আসন ফাঁকা রেখে ক্লাস শুরু হবে না

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ২০২১-২২ সেশনের ভর্তি কার্যক্রম সোমবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। এবারের ভর্তি কার্যক্রমে এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীকে ডাকা হয়েছে এদের মধ্যে ১০২টি আসন ফাঁকা রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, আসন ফাঁকা রেখে ক্লাস শুরু করা হবে না।

সোমবার (২৩ জানুয়ারি) ২০২১-২২ সেশনের ভর্তি কার্যক্রমের প্রথম দিনে বিজ্ঞান গ্রুপের মেধা তালিকার ১ থেকে ১৬৫০ পর্যন্ত ডাকা হয়। এ ছাড়া ভর্তি কার্যক্রমের দ্বিতীয় দিন ২৪ জানুয়ারি ১৬৫১ থেকে ৮ হাজার পর্যন্ত ডাকা হবে এবং একইদিন বিকেলে ডাক পাবে স্থাপত্য বিভাগে ১৩৪ নম্বর পর্যন্ত। আগামী বুধবার (২৫ জানুয়ারি) সকালে মানবিক গ্রুপের ১ থেকে ১৩১৯ পর্যন্ত এবং বিকালে বাণিজ্য গ্রুপের ১ থেকে ৫৫৯ পর্যন্ত ডাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *