আন্তর্জাতিক

রাশিয়া বৃদ্ধাশ্রমে আগুন লেগে ২০ জনের মৃত্যু

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ছয় জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সময় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগে দোতলা সেই বৃদ্ধাশ্রমটিতে। সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন লাগার পর অত্যন্ত দ্রুত তা ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনটির একতলার কিছু অংশ বাঁচলেও দোতলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

তারা আরও জানায়, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির মূল হিটিং বয়লারে গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত

কর্মকর্তারা বলেছেন, পুরো রাশিয়া জুড়ে নিবন্ধন ছাড়াই অনেক বৃদ্ধাশ্রম চালু রয়েছে। যার কারণে সরকারিভাবে সব বৃদ্ধাশ্রমে পরিদর্শন করা সম্ভব হয়না। এজন্য এসব ব্যক্তিগত বৃদ্ধাশ্রম গুলোর অবকাঠামোগত পর্যবেক্ষণ করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *