বিশ্ব বিদ্যালয় সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

রাবির ভর্তি আবেদনের শেষদিন আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া আজ সোমবার (২৭ মার্চ) শেষ হচ্ছে। গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য এ পর্যন্ত প্রাথমিক আবেদন জমা হয়েছে ৩ লাখ ৬২ হাজারেরও বেশি। একক আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৩৪টি। রোববার রবিবার (২৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানান।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) ৩ লাখ ৬২ হাজার ৩৮২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে ১ লাখ ৩৪ হাজার ১৯৫টি, ‘বি’ তথা বাণিজ্য ইউনিটে ৮৮ হাজার ৭২০টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৩৯ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *