বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

রাবির দুই অধ্যাপক পাচ্ছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার

ফোকলোরে বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আবদুল খালেক ও অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল। অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার ১১টি বিভাগে মোট ১৫ জন গুণী ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন।

অধ্যাপক আব্দুল খালেক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা অ্যালামনাইয়ের প্রধান উপদেষ্টা। তিনি একাধারে শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কলামিস্ট ও রাজনীতিবিদ। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত ও চীনা ভাষায় পারদর্শী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য।

অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল একজন ফোকলোর গবেষক ও লেখক। তিনি বাংলা একাডেমির একজন ফেলো। তিনি বাংলা একাডেমিতে কিছুকাল কাজ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা শুরু করেন। এরপর একই প্রতিষ্ঠানে ফোকলোর, বাংলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন।

সূত্র : ঢাকাপোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *