বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

রাবিতে সাইকেল চোর ধরতে ক্যাম্পাসে লাগানো হয়েছে পোস্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বসানো সিসি ক্যামেরা দিয়ে চোর শনাক্ত করতে পারলেও চোর ধরা কিংবা আইনের আওতায় আনতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার তাই সাইকেল চোরকে শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে পোস্টার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, কাজলা গেইট, টুকিটাকি চত্বর, প্যারিস রোড, পরিবহন মার্কেট, শহীদুল্লাহ কলাভবন, সিরাজী ভবনসহ ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে এসব পোস্টার। পোস্টারে ‘চিহ্নিত সাইকেল চোর’, ‘এদের ধরিয়ে দিন’ এমন সব লেখা দেখা গেছে। প্রত্যেক পোস্টারে সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করে চোরের ছবি লাগানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনেকগুলো সাইকেল চুরি হয়েছে। শিক্ষার্থীদের মতো বেশধারী হয়ে সাইকেলগুলো চুরি করায় চোরকে শনাক্ত করতে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন চুরির ঘটনা যেনো ক্যাম্পাসে আর না ঘটে সেই জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করেছি। ফলে শিক্ষার্থীরা পোস্টারের ছবির সাথে মিল পেলে বা কাউকে সন্দেহজনক মনে হলে তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করতে পারবে এবং শিক্ষার্থীরাও সচেতন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *