বিনোদন

যুক্তরাষ্ট্রের ২১ শহরে মুক্তি পাচ্ছে চাটগাঁইয়া সিনেমা

যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যের ৫১টি সিনেমা হলে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র “মেইড ইন চিটাগং”।

গত ৬ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলন করে খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক অঙ্গনে এর পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন “জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা”য় সপ্তাহে ২৮টি শো চলবে। এরপর দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা আরও বাড়বে।

এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। আমার মনে হয়, এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ। ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। এটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।”

সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম সিনেমা “মেইড ইন চিটাগং”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *