খেলাধুলা

ম্যারাডোনার রেকর্ড ভেঙে দিলেন মেসি

শুধু জয় নয়, রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির। প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড পেছনে ফেলেছেন কাল রাতে পোল্যান্ডের মুখোমুখি হয়ে। বিশ্বকাপে নিজের ২২তম ম্যাচে দ্বিতীয় রাউন্ডে ওঠার টিকিট কেটে মেসি বলেছেন, ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন।

আগের ম্যাচে ৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে স্পর্শ করেছিলেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ম্যারাডোনার। পোল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নেমে মেসি এককভাবে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। দলের হয়ে ২২টি ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই।

ম্যারাডোনার রেকর্ড ভেঙ্গে মেসি বলেন, ‘রেকর্ডের বিষয়টি কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে যাওয়া আনন্দের। আমার মনে হয় বেঁচে থাকলে ম্যারাডোনা নিশ্চই খুব খুশি হতেন। আমাকে অনেক স্নেহ করতেন তিনি। আমার সবকিছু ভালোমতো হলে খুশি হতেন কিংবদন্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *