খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান কাতারের ধনকুবের

ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার চেষ্টা করছেন কাতার রাজপরিবারের সদস্য ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ জসিম বিন হামাদ আল থানি।

ইতোমধ্যে তার একটি কনসোর্টিয়াম ৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাবটি কেনার জন্য বিড করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৬৩ হাজার কোটি টাকারও বেশি।

২০২২ সালের নভেম্বরে ক্লাবের বর্তমান মালিক গ্লেজার পরিবার ইউনাইটেড বিক্রির ঘোষণা দিয়েছিল।

১৭ বছরেরও বেশি সময় ধরে গ্লেজার পরিবার রেড ডেভিলদের মালিকানায় রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, শেখ জসিম বিন হামাদ আল থানি ম্যানচেস্টার ইউনাইটেডের ১০০% মালিকানা কেনার জন্য তার বিড জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিডটি মাঠে ও মাঠের বাইরে ক্লাবকে তার আগের গৌরব ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ।

শেখ জসিমের নাইন টু ফাউন্ডেশনের মাধ্যমে বিডটি সম্পূর্ণ ঋণমুক্ত হবে। ফুটবল দল, প্রশিক্ষণ কেন্দ্র, স্টেডিয়াম এবং বৃহত্তর অবকাঠামো, ভক্তদের অভিজ্ঞতা এবং ক্লাব সমর্থনদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিনিয়োগ করবে।

একইসঙ্গে ইউনাইটেড সমর্থক ও ব্রিটিশ ধনকুবের জিম র‍্যাটক্লিফ ক্লাবটি কেনার জন্য বিড করেছেন।

৭০ বছর বয়সী র‍্যাটক্লিফের মালিকানাধীন ইনোস গ্রুপের খেলাধুলায় বিনিয়োগের ইতিহাস রয়েছে এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব নিস এবং সুইস ক্লাব লুসানের মালিক। ইনোস ফর্মুলা ওয়ানের টীম মার্সিডিজের সঙ্গে পাঁচ বছরের অংশীদারিত্বে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *