খেলাধুলা সর্বশেষ

ম্যানচেষ্টার ইউনাইটেড থেকে বিদায় নিলো রোনালদো

আবারও ইউনাইটেডকে বিদায় জানালো রোনালদো। এর আগেও একবার ২০০৯ সালে ম্যানচেষ্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছিল রোনালদো। কিন্তু এবারের বিদায়টি আগেরবারের মতো সুখকর নয়। একটি অনুষ্ঠানে ক্লাব এবং কোচ নিয়ে বিরূপ মন্তব্য করায় সম্পর্কের ইতি টানলো রোনালদো।

পিয়ার্স মরগ্যানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ক্লাব ও ম্যানেজমেন্ট নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন রোনালদো। তখনই অনেকে আন্দাজ করেছিলো হয়তো সম্পর্ক শেষ হতে চলেছে রোনালদো ও ম্যানচেষ্টার ইউনাইটেডের।

ম্যানচেস্টার ইউনাইটেড এক বার্তায় বলে, পারস্পরিক সমঝোতায় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যাচ্ছে। তার দুই মেয়াদে ক্লাবের হয়ে অসাধারণ নৈপুণ্য এবং ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করার জন্য তার এবং তার পরিবারের প্রতি রইলো শুভকামনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই এরিক টেন হাগের অধীনে উন্নত করার চেষ্টা করছে, মাঠে সেটির প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে তারা।

রোনালদোও ইউনাইটেডকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ক্লাবের সঙ্গে আলোচনা করে আমরা দুপক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি ইউনাইটেডকে ভালোবাসি। আমার মতে এটাই সঠিক সময় ক্লাব ছাড়ার। ক্লাবের জন্য শুভকামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *