বিদ্যালয় বার্তা

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ও সংশোধনের নির্দেশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে মেধাবৃত্তিপ্রাপ্ত নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ “ব্যাংক হিসাবে’’ পাঠানোর জন্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কিংবা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘২০২২-২০২৩ অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরণের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে অনলাইনে EFT মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। কিছু মাদ্রাসা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য BACS and iBAS++
কি এ কর্মসূচি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত MIS-এ যথাসময়ে এন্ট্রি না করায়/এন্ট্রিকৃত তথ্যের মধ্যে বিভিন্ন স্কুল শিক্ষার্থীর নাম, পিতা/মাতার নাম, পরীক্ষার নাম ও সাল, রেজিস্ট্রেশন নম্বর, বৃত্তির ধরণ (ট্যালেন্টপুল/সাধারণ) হিসাবের নাম ও হিসাব নম্বর (১০ অথবা ১৭ ডিজিটের), ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর, অধ্যয়নরত প্রতিষ্ঠানের তথ্য থাকায় বিভিন্ন অর্থ বছরের কিছু শিক্ষার্থীর বৃত্তির অর্থ তাদের ব্যাংক হিসাবে প্রেরণ সম্ভব হয়নি।”

MIS সফটওয়ারে এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণীয়

০১। প্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা।

০২। পাঠ বিরতি রয়েছে এরুপ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না দেয়া।

০৩। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের পিতা/মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে।

০৪। যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খোলা হলে MIS এ তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের নামের স্থলে উভয়ের নামই এন্ট্রি করতে হবে;
হয়। শিক্ষার্থীর একক যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতীত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব প্রদান করা যাবে না,

০৫। শিক্ষার্থীর পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও জন্মসনদ/জন্মনিবন্ধনের নাম এবং অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

০৬। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পুরণ করতে হবে;

০৭। বিকাশ, শিউরক্যাশ, নগদসহ এ ধরনের কোন এজেন্ট ব্যাংকের/মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর প্রদান না করা;

০৮) শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সন সঠিকভাবে পূরণ করতে হবে।

০৯। বৃষ্টির ফটোগরি (মেধা ও সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে;

১০। ব্যাংক শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

১১। তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান/পায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

১২। তথ্য এন্ট্রি পোসংশোধনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *