বিদেশ শিক্ষা স্কলারশিপ

মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের আহ্বান করেছে আগা খান ফাউন্ডেশন

প্রতি বছরের ন্যায় এবারো স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নে ইচ্ছুক উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে আগা খান ফাউন্ডেশন (একেএফ)।  বাংলাদেশসহ আগা খান ফাউন্ডেশন (একেএফ) দ্বারা নির্বাচিত উন্নয়নশীল দেশগুলির শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ মার্চ ২০২৩। যদিও কিছু দেশে অভ্যন্তরীণ সময়সীমাগুলো বাছাই প্রক্রিয়া এবং পর্যালোচনা করার জন্য আগে হতে পারে।

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ এবং তাদের প্রাথমিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশীপ পাওয়ার মানদণ্ড হিসেবে একাডেমিক রেজাল্ট, প্রকৃত অর্থে আর্থিক অস্বচ্ছলতা এবং বিশ্ববিদ্যালয় বা গবেষণার প্রোগ্রামে ভর্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আবেদনের যোগ্যতা:
• ফাউন্ডেশন নিম্নলিখিত দেশগুলোর নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান,      আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, সিরিয়া, মিশর, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, মাদাগাস্কার এবং মোজাম্বিক।
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
• নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে।
• ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীরা প্রতি বছর ১ লা জানুয়ারী আগা খান শিক্ষা সেবা  অফিস থেকে  আবেদনপত্র গ্রহণ করতে পারে।

সুযোগ-সুবিধাসমূহ:
• টিউশন ফি ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচ বহন করবে।
• পিএইচডি প্রোগ্রামের জন্য শুধু প্রথম দুই বছরের জন্য স্কলারশীপ দেয়া হবে।
• ছাত্রদের চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://the.akdn/en/what-we-do/developing-human-capacity/education/international-scholarships 

আবেদন করতে যোগযোগ করুন: আগা খান ফাউন্ডেশন (বাংলাদেশ) ২৮, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ ।
ফোন: +88-09606111000 মেইল: [email protected], [email protected]

প্রসঙ্গত, আবেদন ফরমের জন্য আগ্রহী প্রার্থী উপরোক্ত ই-মেইল এ মেইল করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *