বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

মূল ক্যাম্পাসে কর্মসূচি পালন করছে চবি চারুকলা শিক্ষার্থীরা

উন্নয়ন ও সংস্কারের জন্য চারুকলা বন্ধ ঘোষণা করায় এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলার শিক্ষার্থীরা। তাদের দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই এক দফা দাবিতে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষার্থীরা।

চারুকলা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন টিনা বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই চারুকলাকে একমাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসন চায় আমরা দমে যাই কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে যাবো।’

এর আগে গত ০২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সশরীর শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর রাত ১০টার মধ্যে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের অবস্থান ত্যাগ করতে বলা হয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের জহির রায়হান অভি বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সাতদিনের মধ্যেই সংস্কার কার্যক্রম এবং ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া দৃশ্যমান হবে। কিন্তু আমরা তার কোনো কিছুই দেখিনি। এর মধ্যে আমাদের চারুকলার ক্যাম্পাস এবং হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তাও মেনে নিয়েছি। কিন্তু আমরা এখনো চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অটল আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *