বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান চবি কর্মকর্তাদের

পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চবি কর্মকর্তারা। এসময় তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসাসের নাম ফলকও কালো কাপড়ে ঢেকে দেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রেজিস্ট্রার কার্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে এ অবস্থান কর্মসূচি শুরু করেন এবং বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।

চবি অফিসার সমিতির সভাপতি রাশেদুল হায়দার জাবেদ বলেন, “পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আমরা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। একই সঙ্গে আমরা মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নিয়েছি।”

এসময় এই কর্মকর্তা আরও বলেন, পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। প্রতিদিন নতুন নতুন কর্মসূচি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *