বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হল ঢাবির সূর্যসেন হলে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সূর্যসেন হল সাহিত্য- সাংস্কৃতিক সংসদের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেছেন সূর্যসেন হলের মাননীয় প্রাধ্যক্ষ মকবুল হোসেন ভূঁইয়া।

মাসব্যাপী এ আয়োজনের ১ম দিনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। এতে হলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ( ২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির সঙ্গীত, নৃত্য এবং অংকন প্রতিযোগিতার  অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ । বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোমেনুর রসুল প্রশংসা করে বলেন, খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে সূর্যসেন হল সাহিত্য সাংস্কৃতিক সংসদ। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) এর সহযোগী অধ্যাপক ড.শাহরিয়ার হায়দার বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়। শিক্ষাঙ্গনে এরকম সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের আরও বেশি সৃজনশীল করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *