বিদ্যালয় বার্তা

মাধ্যমিকের মত ছুটি চান প্রাথমিকের শিক্ষকরা

মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই সময়সূচি করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। একইসঙ্গে বাৎসরিক ছুটি ৭৬ দিন করার দাবিও জানিয়েছেন শিক্ষক নেতারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে সম্প্রতি স্মারকলিপি দিয়ে এ দাবি জানান তারা। স্মারকলিপিতে সই করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

স্মারকলিপিতে আরও বলা হয়, মাধ্যমিক বিদ্যালয় ১০টায় শুরু হয়। আর প্রাথমিক বিদ্যালয় সকাল ৯টায় শুরু হয়। এটা একই সময় হলে অভিভাবকরা একসঙ্গে শিশুদের বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করতে পারেন। ২০২৩ সালের ছুটির তালিকায় প্রাথমিক বিদ্যালয় বছরে ৫৪ দিন ছুটি থাকবে। অথচ মাধ্যমিক বিদ্যালয় ৭৬ দিন ছুটি থাকবে। সুতরাং শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা ভেবে এবং মানসম্মত পাঠদানের লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং বাৎসরিক ছুটি উভয় প্রতিষ্ঠানে ৭৬ দিন করার আবেদন করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *