আন্তর্জাতিক

ভারতে ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরতে নোটিশ জারি

ইতিবাচকতা ছড়িয়ে দিতে এবং সম্প্রীতিকে উৎসাহিত করতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপন করার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড।

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস পালিত হয়।

পশুপালন ও ডেইরি বিভাগের অধীনে পশু কল্যাণ বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব গো-প্রেমীরা মা গরুর গুরুত্বের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করতে পারে এবং জীবনকে সুখ ও ইতিবাচক শক্তিতে পূর্ণ করতে পারে।’

এতে আরও বলা হয়, গরুকে জড়িয়ে ধরার মাধ্যমে ‘মানসিক সমৃদ্ধি’ আসবে এবং ‘ব্যক্তিগত ও সমষ্টিগত সুখ’ বাড়বে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিমা সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্যগুলো প্রায় বিলুপ্তির পথে। পশ্চিমা সভ্যতার ঝলকানি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *