খেলাধুলা

ভারতের বিপক্ষে হেরে সাকিবের কন্ঠে আক্ষেপের সুর

দ্বিতীয় টেস্টের আগের দিন শেষ বিকালে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছিলে ৪৫ রান। রবিবারও শুরুতে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশ নিতে পেরেছিল। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের প্রতিরোধে ম্যাচ হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের। তবে ম্যাচ জিততে সব রকম চেষ্টাই করেছিলেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

সাংবাদিকদের তিনি বলেন,আমার মনে হয় আমরা সব দিক থেকেই চেষ্টা করেছি। হয়তো আরেকটু ভালো বল করতে পারতাম, আরও কিছু সুযোগ হয়তো তৈরি করতে পারতাম… যে ধরনের উইকেটে খেলা হচ্ছিল, এখানে হয়তো আরও একটি-দুটি সুযোগ তৈরি করা উচিত ছিল। তবে আমি খুবই খুশি, যেভাবে আমরা পুরো টেস্ট ম্যাচে লড়াই করেছি

অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিতে অবদান রাখেন অশ্বিন ও আইয়ার। এই জুটি ভাঙতে অধিনায়ক সাকিব নিজেদের সব চেষ্টার কথা এভাবেই তুলে ধরলেন ম্যাচের পর, ‘আমার মনে হয় ওরা ভালো ব্যাট করেছে ওই সময়। অশ্বিন ও শ্রেয়াস আইয়ার, দুজনই ভালো ব্যাট করেছে। খুব সহজ উইকেট ছিল না ব্যাটিংয়ের জন্য। কিন্তু যেভাবে ব্যাটিং করেছে, ওদের কৃতিত্ব দিতেই হয়। আমরা চেষ্টা করেছি, সব দিক থেকেই চেষ্টা করেছি। কিন্তু একটু ঘাটতি ছিল আমাদের।’

মমিনুলের ক্যাচ মিস প্রসঙ্গে  বলেন, ‘ক্যাচ মিস খেলারই অংশ।’তবে এটা ঠিক যে আমরা যে অবস্থায় ক্যাচ ফেলেছি, অন্য দলগুলো এমন পরিস্থিতিতে ক্যাচ ট্যাচ তেমন মিস করে না।’

তিনি আরো বলেন, এই জিনিসগুলোই (ক্যাচ মিস) আমাদের জন্য পার্থক্য গড়ে দিচ্ছে। আমাদের বোলারদের হয়তো ১৩-১৪টি সুযোগ তৈরি করতে হয় ১০ উইকেট নিতে, অন্যদের ক্ষেত্রে যেটা হয়তো অনেক সময় ৯টা সুযোগ তৈরি করলেই ১০টা হয়ে যায়।’

তবে জিততে না পারলেও লড়াইয়ের মানসিকতা দেখাতে পেরে দারুণ খুশি সাকিব, ‘৭৫ রানে ৭ উইকেটে ফেলে দেওয়ার পর তো আশা করবেন যে আপনার দল জিতবে। বিশেষ করে যখন আরও ৮০ রান দরকার, কেবল তিন উইকেট ওদের হাতে। বলাটা কঠিন যে কী হলে কী হতে পারতো। মনে হয় আমরা সব দিক থেকেই চেষ্টা করেছি। হয়তো আরও একটু ভালো বল করতে পারতাম, আরও কিছু সুযোগ হয়তো তৈরি করতে পারতাম… যে ধরনের উইকেটে খেলা হচ্ছিল, এখানে হয়তো আরও একটি-দুটি সুযোগ তৈরি করা উচিত ছিল। তবে আমি খুবই খুশি যেভাবে আমরা পুরো টেস্ট ম্যাচে লড়াই করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *