আন্তর্জাতিক

ভারতের ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন

প্রথমবারের মতো ভারতের ত্রিপুরা রাজ্যেও জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ এবং ৪ এপ্রিল রাজ্যেটির রাজধানী আগরতলার কাছে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের একজিবিশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ উপলক্ষে সেজে উঠতে শুরু করেছে আগরতলা শহর।

সম্মেলন উপলক্ষে আগামী ২ এপ্রিল বিকেলের দিকে রাজ্যে আসছে জি- টুয়েন্টির সদস্যভুক্ত বিভিন্ন প্রতিনিধি দেশ। সম্মেলনের সূচনা হবে ৩ এপ্রিল। সকাল সোয়া নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ছয়টি পর্বে আলোচনা সম্পন্ন হবে। এ সময় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করবেন দেশ-বিদেশ থেকে আগত প্রতিনিধিরা।

প্রথম দিনের সম্মেলন শেষে মঙ্গলবার (৪ এপ্রিল) থাকবে সৌহার্দ্যমূলক বিভিন্ন আয়োজন। সিপাহীজলা অভয়ারণ্য থেকে শুরু করে মেলাঘরের নিরমহলেও নিয়ে যাওয়া হবে আগত প্রতিনিধিদের।

সূত্র : জাগোনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *