বিদেশ শিক্ষা স্কলারশিপ

বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফুল ফ্রি অধ্যয়নের সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি স্কলারশিপ-২০২৩ এর  আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৩।

সুযোগ-সুবিধা

স্কলারশিপটি বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম।
• সম্পূর্ণ টিউশন প্রদান করবে।
• আবাসন সুবিধা প্রদান করবে।
• স্বাস্থ্য বীমা প্রদান করবে।
• মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩০০০ আরএমবি, পিএইচডির জন্য ৩৫০০ আরএমবি প্রদান করবে।
• গবেষণা ব্যয় প্রদান করবে।
• ল্যাবরেটরি, ইন্টার্নশিপ এবং মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করবে।

যোগ্যতাসমূহ

• আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
• আবেদনকারীকে এক বছরেরও বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যয়নকৃত হতে হবে।
• স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স  ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

• CSC আবেদনপত্র।
• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।
• দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ)।
• মেডিকেল রিপোর্ট ।
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
• পার্সোনাল স্টেটমেন্ট।
• স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন প্রক্রিয়া

শিক্ষার্থীদের প্রথমে CSC পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে।  প্রাথমিক পর্যালোচনায় পাস করলে, কর্তৃপক্ষ একটি সংখ্যাযুক্ত প্রাথমিক পর্যালোচনা বিজ্ঞপ্তি ইমেল করবে। অতঃপর আবেদনকারীকে  অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে আবেদন করতে হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://isc.bit.edu.cn/admissionsaid/financialaid/scholarships/b112920.htm 

কিভাবে CSC BIT 2022 আবেদনটি সম্পূর্ণ করবেন:
• শিক্ষার্থীদের সিএসসি পোর্টালে বিআইটি সিএসসি বৃত্তি 2022-এর জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে ক্লিক করুন https://studyinchina.csc.edu.cn/?9FyBl6JDFLTe=1666627616706#/register 

• CSC পোর্টালে লগইন করার পর, BIT-এর জন্য প্রোগ্রাম ক্যাটাগরিতে B সিলেক্ট  করতে হবে। ( BIT-এর এজেন্সি কোড হল 10007)

• উপরোক্ত প্রয়োজনীয় নথিগুলি সহ BIT বৃত্তির জন্য CSC ফর্মটি পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *