চাকরি সর্বশেষ

বিসিএস পরীক্ষায় পরিবর্তন আনছে কর্ম কমিশন

বিসিএস পরীক্ষার ধরনে পরিবর্তন আনছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা বোর্ডের প্রশ্নের ধরনে এ পরিবর্তন আনা হচ্ছে। মৌখিক পরীক্ষায় দেশের রাজধানী ও মুদ্রার নাম কী-এমন প্রথাগত প্রশ্ন থাকবে না। প্রার্থীর মেধা যাচাই করা যায় এমন প্রশ্ন করা হবে। প্রার্থীর দক্ষতার পাশাপাশি আদর্শ, ব্যক্তিত্ব, বিশ্লেষণ দক্ষতা, আত্মবিশ্বাস, প্রশ্নোত্তর প্রদানের কৌশল, প্রকাশভঙ্গি ও আই কন্ট্রাক্ট দেখা হবে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রার্থীর জেলা বা বিশ্ববিদ্যালয়ের নাম জিজ্ঞেস করা যাবে না। বোর্ডে প্রার্থীর রোল নম্বর ছাড়া কিছুই থাকবে না। এতে তার ব্যক্তিগত তথ্য কোনো পরীক্ষককে প্রভাবিত করতে পারবে না।

মো. সোহরাব হোসাইন বলেন, প্রশ্নফাঁস রোধে নিজস্ব প্রেস করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ডিপিপি প্রস্তুত করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নে পিএসসি সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। এ ছাড়া নিয়োগের জন্য প্রশ্নব্যাংক তৈরির কার্যক্রম চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *