বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশের লাঠিচার্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, পুলিশের লাঠিচার্জে প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

শাহবাগ থানা পুলিশের ইন্সপেক্টর শেখ আবুল বাসার বলেন, আমরা তাদের অনেক বুঝিয়েছি। তারা সচিবালয়ে যেতে চাইলে একটা টিম নিতেও চেয়েছি। কিন্তু তারা সবাই সেখানে যেতে চান, সেটা তো সম্ভব না। এরপর আমরা তাদের রাস্তা বন্ধ না করে অবস্থান কর্মসূচি করতে বলি। রাস্তা বন্ধ করে তারা অবস্থান কর্মসূচি করলে জনভোগান্তি তৈরি হয়। অ্যাম্বুলেন্সও চলাচলেও বিঘ্ন ঘটছিল। পরে আমরা তাদের সরিয়ে দেই।

লাঠিচার্জের বিষয়ে তিনি বলেন, তাদের যখন সরিয়ে দেওয়া হবে, তখন কিছুটা ফোর্স তো দিতে হয়। সেক্ষেত্রে কিছু ধাক্কাধাক্কি হয়েছে। তবে এটা তাদের প্রতি চরম নিষ্ঠুরতার কোনো পর্যায় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *