খেলাধুলা সর্বশেষ

বিশ্বকাপে ব্যাক্তিগতভাবে কার কী অর্জন

২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেবার থাকতে হয়েছে পরাজিতের দলে।৮ বছর পর ২০২২ সালে এসে বিশ্বকাপটাই জিতে নিলেন তিনি। সে সঙ্গে আবারও জিতলেন গোল্ডেন বল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বল উঠলো মেসির হাতে।

ফাইনাল ম্যাচে যেমন সেয়ানে সেয়ানে লড়েছে মেসি -এমবাপ্পে, ঠিক তেমনই উত্তাপ ছড়িয়েছে গোল্ডেন বুটের প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে জিতলেন গোল্ডেন বুট এ্যাওয়ার্ড ৮ গোল ও ২ অ্যাসিস্টে এবারের আসরের শীর্ষ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। অন্যদিকে মেসি ৭ গোলের পাশাপাশি করেছেন ৩ অ্যাসিস্ট।

এছাড়াও পুরো টুর্নামেন্টে জুড়ে অনবদ্য সেভ ও ট্রাইবেকারে অসাধারণ নেপুন্যের কারণে গোল্ডেন গ্লাভস বাগিয়ে নিয়েছেন আর্জেন্টিনার দেয়াল এমিলিয়ানো মার্টিনেজ।তার পেনাল্টি ঠেকানোর দক্ষতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

আর টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার মিডফিল্ডে অসাধারন পারমরম্যান্স করেছেন এই তরুন ফুটবলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *