কলেজ বার্তা

বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিক্ষার্থীকে কলেজে ভর্তি নিতে ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ভর্তির আবেদনের প্রেক্ষিতে তাদের এ সুযোগ দেওয়া হয়। নির্দেশনা জারির পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সরাসরি নির্বাচিত কলেজে ভর্তি হতে বলা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ও অন্যান্য বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আসন শূন্য থাকা কলেজে ম্যানুয়াল (পুরোনো) পদ্ধতিতে সরাসরি ভর্তি হতে অনুরোধ করা হলো। এ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *