বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

বিপুল আসন ফাঁকা রেখেই বেরোবির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

২৯২টি আসন ফাঁকা রেখেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ক্লাস শুরু হতে যাচ্ছে।

রোববার (২৯ জানুয়ারি) বেরোবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান।

এদিকে, শূন্য আসনে ভর্তির জন্য সাক্ষাৎকারের তারিখ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিটে ফাঁকা থাকা ২৯২ আসনে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সাক্ষাৎকার নেওয়া হবে।

বেরোবির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে ‘এ’ ইউনিটে ২১৯টি। এ ছাড়া ‘বি‘ ইউনিটে ৩৪ ও ‘সি’ ইউনিটে ৩৯টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে শতভাগ আসনে ভর্তি সম্পন্ন হয়েছিল বলে দাবি করে আসছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীরা ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেধাতালিকা প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *