বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

বিতর্ক চর্চার মাধ্যমে আমরা সুশীল সমাজ গঠন করতে পারি : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ছেলে-মেয়ে উভয়ে এখন বিতর্ক চর্চায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। মেয়েরা অনেক ভালো করছে। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশোনাতেও এগিয়ে, এটি আনন্দের। ছেলেদের আরও বেশি সচেষ্ট হতে হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণফুলী মিলনায়তনে এ আয়োজন করা হয়।

চবি উপাচার্য বলেন, নিজেদের জীবনে যুক্তিতর্ক কখন শুরু হয়েছিল সেটা বলতে পারবো না। বর্তমানে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করছি। আমিও বিতর্কের বিচারক ছিলাম একটা সময়। বেশিরভাগ বিতর্কই হয় দেশ ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে। বিতর্ক চর্চার মাধ্যমে আমরা যেন সুশীল সমাজ গঠন করতে পারি, সেরকম থিম নিয়ে সামনে এগোতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো নিয়েও আমরা বিতর্ক করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *