বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

বশেমুরবিপ্রবিতে ফেল করা শিক্ষার্থী ভর্তির সুযোগ পেল পোষ্যকোটায়

২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৩০। অনুসন্ধানে দেখা গেছে, ৩০-এর কম পাওয়া শিক্ষার্থীকে পোষ্য কোটায় ভর্তি করিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী পোষ্য কোটায় শুধুমাত্র ঔরসজাত সন্তান এবং স্বামী-স্ত্রী সুযোগ পেলেও বশেমুরবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে ভাই-বোনও পোষ্য কোটার অন্তর্ভূক্ত করা হয়েছে।

ভর্তি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, এর আগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সময় পোষ্য কোটায় ভাই-বোন অন্তর্ভূক্ত ছিল। পরবর্তীতে এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে এবং ব্যাপক সমালোচনা তৈরি হলে পোষ্য কোটায় ভাই-বোন ভর্তি বন্ধ রাখা হয়। কিন্তু ২০২১-২২ শিক্ষাবর্ষের আবারো এটি চালু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *