বিদ্যালয় বার্তা

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষন শুরু, সম্মানী ৫ হাজার টাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ১০ দিনের ইনডাকশন প্রশিক্ষণ আজ থেকে শুরু হচ্ছে। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষকরা ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশব্যাপী এ প্রশিক্ষণে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ টাকার বেশি।

সোমবার (২৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০২২-২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা/থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্ৰশিক্ষণে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *