স্কলারশিপ

প্রধানমন্ত্রী ফেলোশিপের মাধ্যমে দেশের বাইরে উচ্চ শিক্ষার সুযোগ

প্রধানমন্ত্রী ফেলোশিপ নীতিমালা-২০২২ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে উচ্চশিক্ষায় (স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি) ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ প্রদান করা হবে। বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় প্রধানমন্ত্রীর ফেলোশিপ দেওয়া হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

নির্বাচিত ব্যক্তিরা এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তরে পড়ার জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৪৮ মাসের ফেলোশিপ পাবেন। তবে সে ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিং অনুযায়ী স্নাতকোত্তরে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয় এবং পিএইচডিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার আনতে হবে।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

সোশ্যাল প্রোটেকশন
* এডুকেশন
* উইমেন এমপাওয়ারমেন্ট
* পাবলিক হেলথ
* ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট
* পাওয়ার অ্যান্ড এনার্জি
* ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস
* পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট
* লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ
* এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ
* ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
* ডিপ্লোমেসি
* অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি
* অ্যাপ্লাইড সায়েন্সেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *