আন্তর্জাতিক

প্রকাশ্যে নাচানাচি করায় ইরানি যুগলের ১০ বছরের কারাদণ্ড

গত নভেম্বরে ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে আলোচনায় এসেছিলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তার বাগ্দত্তা আসতিয়াজ হাকিকি (২১)।

রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির ভিডিও প্রকাশ করা তাদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, আমির-হাকিকির বিরুদ্ধে দুর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারা রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচছেন।

বিবিসিকে জানিয়েছে, ওই যুগল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের আটক করা হয়। ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানুষ ফলো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *