বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হয়েছে বেরোবির ২য় মেধাতালিকা

২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের মেধাতালিকা থেকে ভর্তির পর আসন ফাঁকা থাকা সাপেক্ষে এবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় । মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করে ভর্তি কমিটি।

দ্বিতীয় মেধাতালিকায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১০০৯ মেরিট পজিশন পর্যন্ত, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৫৯ মেরিট পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪০৪ মেরিট পজিশন পর্যন্ত ভর্তিচ্ছুরা সুযোগ পেয়েছে

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। এবছর বিশ্ববিদ্যালয়টির প্রতিটি আসনের বিপরীতে ২০ জন শিক্ষার্থী লড়বে। ১৩৯৫টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে ভর্তি আবেদন করেছে ৩৮০৯০ জন। এদের মধ্যে পেমেন্ট করেছে ২৮২৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *