ফলাফল বিশ্ব বিদ্যালয় মেডিক্যাল সর্বশেষ

প্রকাশিত হয়েছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল

আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও ৫টি আর্মি মেডিকেল কলেজের (এএমসি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার ভিত্তিতে এএফএমসি ক্যাডেটে ৯৯ জনকে এবং এএমসি ক্যাডেটে ১৬০ জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ে আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ঢাকা সেনানিবাস শাখায় উপস্থিত থাকতে বলা হয়েছে

ফল প্রকাশ করে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিতে আসা প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতী কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের সন্তানদের ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর প্রতিসাক্ষরকৃত সনদপত্র দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর আর কেউ ভর্তি হতে পারবেন না। ফলাফল মেডিকেল কলেজের ওয়েবসাইটে (https://afmc.edu.bd/)  ও (http://afmc.teletalk.com.bd/) দেখা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *